শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আরো পরিশ্রম করতে হবে


প্রকাশিত: ১০:২৪ পিএম, ০১ জুন ২০১৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন বলেছেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৯৯২ সালে দেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। এবার ২০১৬ সালে আবার শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব অর্জন যদিও ছাত্রদের জন্য কিন্তু এই অর্জনের পেছনে স্কুলের প্রত্যেকটি শিক্ষকের অতুলনীয় অবদান রয়েছে।

বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এই শ্রেষ্ঠত্ব অর্জন একদিনে হয়নি এর জন্য দীর্ঘদিন পরিশ্রম করতে হয়েছে। যার ফল আজকে আপনাদের স্কুলের সম্মান। আমার বক্তব্যের পূর্বে অনেকে বলেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তাই আমিও বলছি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সুখবর কিন্তু এই ধারাকে অব্যাহত রাখার জন্য আপনাদের আরো পরিশ্রম করতে হবে।

এ সময় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব আমিনুল হক সরকার, রংপুর অঞ্চল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উপ-পরিচালক মোস্তাক হাবিব, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, ইএসডিওর নির্বাহী পরিচালক শহীদ উজ জামান প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিউল এহ্সান রিপন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।