ডিজিটাল মেশিনে মেপে গাঁজা বিক্রি, আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৫ মে ২০২৫

বরগুনার পাথরঘাটায় যৌথ অভিযানে ওজন মেশিনে গাঁজা মেপে বিক্রি করা চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় আট কেজি গাঁজা এবং দুটি ডিজিটাল ওয়েট স্কেল।

শনিবার (২৪ মে) রাত ৮টা থেকে রোববার (২৫ মে) সকাল ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানার পুলিশের সমন্বয়ে কাকচিড়া ইউনিয়নের কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন কামরুজ্জামান বাবু (৩২), রুবেল মিয়া (৩১), শাহীন ব্যাপারী (৪১) ও মো. আল-আমিন (২০)। এরা সবাই পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি।

নুরুল আহাদ অনিক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।