স্কুলের চেয়ার-বেঞ্চ ব্যবহার করে আ.লীগের জনসভা


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০২ জুন ২০১৬

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ার ও বেঞ্চ ব্যবহার করে নির্বাচনী জনসভা করেছে আওয়ামী লীগ প্রার্থী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর জনসভায় ১০ নং দক্ষিণ তারাবুনিয়া স্কুল ও আহসানুল্লাহ একাডেমির চেয়ার ও বেঞ্চ ব্যবহার করে নির্বাচনী জনসভা করেছে নৌকার প্রার্থী মো. শাহজালাল মাল। যা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের সামিল।

Shariatpur

এ সময় জনসভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য একেএম এনামুল হক শামিম, শখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির মোল্লা, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম নান্নু মাল, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মালসহ আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মালের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Shariatpur-Nirbachon

এ ব্যাপারে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম নান্নু মাল বলেন, আমরা জনসভা করিনি। আমরা পথসভা করেছি। ইউনিয়নের অনেক নারী ভোটার পথসভায় আসছে তাই আমরা বিদ্যালয়ের চেয়ার ও বেঞ্চ এনেছিলাম।

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার শেখ জালাল আহম্মেদ বলেন, নির্বাচনে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করতে পারবেন না। আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুযাযী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ব্যাপারটি দেখছি।

ছগির হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।