ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৭ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে রিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে ) ভোর ৪টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
রিফাত উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামের উকিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় রিফাতকে সাপে কামড় দেয়। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাপের কামড়ে শিশুর মৃত্যু ঘটনা শুনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোহান মাহমুদ/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।