বাসা থেকে বেরিয়ে নিখোঁজ আদরের বিড়াল, খুঁজে পেতে পুরস্কার ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ‎পিরোজপুর
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৯ মে ২০২৫

বাসা থেকে নিখোঁজ হয়ে গেছে শখের বিড়াল। আদর করে বিড়ালটির নাম রাখা হয়েছিল ফ্লোপি। বুধবার (২৮ মে) হঠাৎ দুপুরের দিকে পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার সজীবের বাসা থেকে এটি হারিয়ে যায়। এরপর থেকে বিড়ালের শোকে দিশেহারা পরিবার।

অনেক খোঁজাখুঁজি করেও বিড়াল না পেয়ে এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে। পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

‎বিড়ালের মালিক ইয়াসিন আহমেদ সজীব জানান, পার্শিয়ান জাতের সাদা রঙের বিড়াল এটি। দাম প্রায় ৩০-৪০ হাজার টাকা।

তিনি বলেন, এটি আমার খুব প্রিয়। বাড়িতে বাবা-মাসহ আমরা সবাই এর দেখভাল করি। আমার ধারণা বুধবার দুপুরের দিকে যেকোনোভাবে বিড়ালটি বাসা থেকে বেরিয়ে হারিয়ে যায়। আশপাশের বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ার পর বিড়ালটির সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছি। এমনকি এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে। বিড়ালটির সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।

‎সজীব আরও বলেন, বিড়াল খুঁজে পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। বিড়াল নিখোঁজের বিষয়ে থানায় একটা সাধারণ ডায়েরিও করছি।

মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।