পিরোজপুর

মেধার ভিত্তিতে কনস্টেবল পদে চাকরি পেলেন ১৫ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৯ মে ২০২৫

পিরোজপুরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন ১৫ জন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে পুলিশ লাইনস ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।

এসময় উত্তীর্ণদের অনেকে তাদের অনুভূতি ব্যক্ত করেন। পুলিশ সুপার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মোসা. শারমিন সুলতানা রাখী প্রমুখ।

মো. তরিকুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।