নেত্রকোনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০২ জুন ২০১৬

নেত্রকোনায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান। আর এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।

এর আগে জেলার উন্নয়ন সভায়, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নেত্রকোনার জনগণের প্রত্যাশিত বাইপাস সড়ক, প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও নেত্রকোনায় বাইপাস সড়ক নির্মাণের দাবি উঠে।

নেত্রকোনার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং ঢাকাস্থ নেত্রকোনা সমিতি, সর্বোপরি সাধারণ জনগণের আবেদনের প্রেক্ষিতে জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগত অনুমোদন দিয়েছেন।

ইতিমধ্যে নেত্রকোনার রাজুরবাজার এলাকায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপনের স্থান প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান জাগো নিউজকে জানান, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্থান নির্ধারণের পর কাযক্রম শুরু হবে।

কামাল হোসাইন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।