ফরিদপুর

ট্রাকভর্তি ৩৭ ব্যারেল সয়াবিন তেলসহ দুই ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৩ জুন ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া একটি ট্রাক ও ৩৭ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করা হয়।

সোমবার (২ জুন) দিনগত রাতে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে ডাকাত সর্দার জুয়েল হোসেন ও একই জেলার সোনারগাঁ থানা এলাকার সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল হোসেন পটুয়াখালীর গলাচিপা থানার আলাদিন বাজার এলাকার জাকির হোসেনের (৩০) ও সাব্বির আহমেদ (৩২) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকার সাহাদাৎ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভাঙ্গা থানা এলাকার মহাসড়কে একদল ডাকাত তেলভর্তি একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত সর্দার শাহাদাত হোসেন ও তার সহযোগী সাব্বির আহমেদকে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেলসহ ট্রাক উদ্ধার করা হয়। এসময় ৩৭ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।