পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীবাহী বাসকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০৩ জুন ২০২৫

পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাসকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে বাইপাস সড়কে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন জানান, বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে বেশ কয়েকটি গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় জরিমানা করা হয়েছে। আমাদের এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ঈদের পূর্ব এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত চলমান থাকবে।

মো. তরিকুল ইসলাম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।