নেত্রকোনায় ১১৯টি কেন্দ্রের ৮০টিই ঝুঁকিপূর্ণ
নেত্রকোনায় ষষ্ঠ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১২টি ইউনিয়নে ১১৯টি কেন্দ্রের ৮০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী ১২৫ জন সংরক্ষিত সদস্য ও ৪১৪ সাধারণ সদস্যর ভাগ্য নির্ধারণ করবেন এক লাখ ৯২ হাজার ১৪৭ জন ভোটার।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দেয়ালী পাল জাগো নিউজকে জানান, জেলা কার্যালয় থেকে উপজেলায় ভোটের সব সরঞ্জামাদি নেয়া হয়েছে। নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কয়েক স্তরের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে কাজ করছে।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জাগো নিউজকে জানান, মোট ১১৯টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রাখা হয়েছে।
কামাল হোসাইন/এআরএ/বিএ