উখিয়ায় খাল থেকে নিখোঁজ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)।
প্রকাশিত: ০৯:১১ এএম, ০৫ জুন ২০২৫

কক্সবাজারের উখিয়ায় খালের পানি থেকে নিখোঁজ এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মো. ইমান হোসেন নামে ওই শিশু উখিয়া ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৪ এর মো. নামাত উল্লাহর ছেলে।

ক্যাম্প মাঝি কেফায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এবং ক্যাম্প-৭ এর মাঝামাঝি স্থানে ক্যাম্প-৮ ইস্টের বি-৬ ব্লকের খালের পানিতে ভেসে যাওয়ার সময় একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে পরিচয় জানা যায়। পরে আশপাশের রোহিঙ্গারা ৮ এপিবিএন পানবাজার পুলিশ ক্যাম্পে জানালে পুলিশের টহল টিম মরদেহ উদ্ধার করে পানবাজার ক্যাম্পে নিয়ে যায়।

তিনি আরও বলেন, গত ১ জুন শিশুটি গোসল করতে ঘর থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি বলে জানা যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, ক্যাম্পের খালের পানিতে ভেসে যাওয়ার সময় এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার হয়েছে বলে শুনেছি।

জাহাঙ্গীর আলম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।