গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৫ জুন ২০২৫

গাইবান্ধায় বিদ্যালয়ে ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়া ওরফ বাবু (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে সাঘাটা উপজেলার পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদা মিয়া উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারির ছেলে ।

স্থানীয়রা জানান, পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য এলজিইডির তত্ত্বাবধানে বীম ঢালাই চলছিল। ঢালাইয়ে ফিনিসিং করতে ভাইব্রেটর মেশিনের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ার আল শামীম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।