মাদক কারবারে চাকরি যায় পুলিশ সদস্যের, এবার গ্রেফতার ইয়াবাসহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৬ জুন ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকসহ মনিরুজ্জামান (৩৮) নামের এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেফতার মনিরুজ্জামানের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ফলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের ছমসের উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ।

তিনি মোবাইলে বলেন, মনিরুজ্জামান দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পলাশবাড়ী উপজেলা শহরে অভিযান চালানো হয়। এসময় রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চারমাথা এলাকায় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, মনিরুজ্জামান পুলিশে চাকরি করতেন। পাঁচ বছর আগে একই অপরাধে তার চাকরি চলে যায়।

মাদক ছাড়াও তার কাছ থেকে নগদ ৬৩ হাজার ২৫০ টাকা পাওয়া যায় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপপরিদর্শক মামুনুর রশিদ মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর আদালতের মাধ্যমে তাকে জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আনোয়ার আল শামীম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।