ভোলায় মাঝনদীতে ট্রলারে আটকে থাকা ৬০ যাত্রী উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৬ জুন ২০২৫

ভোলায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে ভাসতে থাকা মাঝিসহ ৬২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৬ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন-অর-রশিদ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরঘাট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত একটি ট্রলার ঈদে ঘরমুখো ৬০ যাত্রী নিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পরে সকাল ১০টার দিকে দৌলতখান উপজেলার মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রলারের থাকা ৬০ যাত্রী ও দুই মাঝিসহ ট্রলারটি উত্তাল মেঘনার মাঝনদীতে আটকে থাকে।

ভোলায় মাঝনদীতে ট্রলারে আটকে থাকা ৬০ যাত্রী উদ্ধার

তিনি আরও জানান, ট্রলারে থাকা এক যাত্রী কোস্টগার্ডকে বিষয়টি জানালে দ্রুত ঘটন‌াস্থলে পৌঁছে ৬০ যাত্রীসহ ও দুইকে উদ্ধার করে। এছাড়া অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলার ও মাঝিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নৌ পুলিশে হস্তান্তর করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।