কক্সবাজার

সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের ৮ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৯ জুন ২০২৫
রাজীব আহম্মদ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজের আট ঘণ্টা পর রাজীব আহম্মদ (৩৫) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ জুন) দিনগত রাত সোয়া ১২টায় সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করেন লাইফ গার্ড কর্মীরা।

বিজ্ঞাপন

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পর্যটক রাজীব আহম্মদ চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা নজির আহম্মদের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএসপি নিত্যানন্দ দাস বলেন, রোববার সকালে রাজীব আহম্মদসহ পাঁচ বন্ধু চট্টগ্রাম থেকে ঈদ উপলক্ষে কক্সবাজার বেড়াতে আসেন। বিকেল ৫টার দিকে তারা সমুদ্র সৈকতে ঘুরতে যান। পরে লাবণী পয়েন্টের একটু দক্ষিণে সাগরে বন্ধুরা মিলে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তাদের মধ্যে দুজন ভেসে যেতে থাকে। এসময় অন্য বন্ধুদের চিৎকার শুনে লাইফ গার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপরজন ভেসে যায়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি আরও বলেন, উদ্ধার তৎপরতার একপর্যায়ে রোববার সোয়া ১২টার দিকে কক্সবাজার সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর দিকের এলাকায় জোয়ারের সময় একটি মরদেহ ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবরটি জানার পর লাইফ গার্ড কর্মীরা মরদেহ উদ্ধার করে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সায়ীদ আলমগীর/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।