মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১১ জুন ২০২৫

মোবাইলে গেম খেলতে গিয়ে জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে সুভাষ নামের এক (২৭) যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দিনগত রাত ১১টার দিকে সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুভাষ ওই গ্রামের গণেশের ছেলে।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, সুভাষ আমার বাসায় কাজ করতেন। কাজ শেষে বাসায় গিয়ে রেললাইন বসে মোবাইলে গেম খেলছিলেন। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আল মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।