খুলনায় করোনা পরীক্ষা শুরু, শনাক্ত নেই কোনো রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৬ জুন ২০২৫

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর মেশিনটি পড়ে রয়েছে। এজন্য মেশিনটি চালু করতে এবং কিছু কাজ করানোর জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। তবে পিসিআর পরীক্ষা না হলেও হাসপাতালের জরুরি বিভাগে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। অন্যদিকে, করোনাভাইরাস মোকাবিলায় হাসপাতালে ৪০টি আইসোলেশন বেড ও ১০টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে।

খুমেক হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বে থাকা আরএমও ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, হাসপাতালে আগের থাকা ৭৫টি কিট দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত ছয়জনের পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

তিনি আরও জানান, বর্তমানে রয়েছে ৬৯টি কিট। এরইমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে খুমেক হাসপাতাল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, বিভিন্ন হাসপাতালে মজুত থাকা কিট দিয়েই র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। খুমেক হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের আরটি পিসিআর মেশিন সচল করতে চাহিদাপত্র স্ব স্ব প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। একইসঙ্গে কিটের চাহিদাও পাঠানো হয়েছে।

আরিফুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।