পিরোজপুর

অবৈধ জাল দিয়ে মাছ শিকার, কারাগারে জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৮ জুন ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে সোহাগ শিকদার (৪০) নামে এক জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী এ দণ্ড দেন।

এর আগে রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলীর নেতৃত্বে পুলিশ নিয়ে বলেশ্বর নদীতে অভিযান চালানো হয়। অভিযানে বেহুন্দী জাল ও চায়না দুয়ারি জালসহ পার্শ্ববর্তী মোড়লগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের শাজাহান শিকদারের ছেলে সোহাগ সিকদারকে পুলিশ আটক করে।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত জানান, জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আর জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বুধবার সকালে ওই জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

মো. তরিকুল ইসলাম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।