বরিশালে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৯ জুন ২০২৫

বরিশালের উজিরপুরে আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ আলেয়া বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, দুদিন আগে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আলেয়া বেগম তিন সন্তানের জননী এবং ওই এলাকার মৃত নূরে আলম তালুকদারের স্ত্রী।

আলেয়া বেগমের প্রতিবেশী আফসানা বেগম জানান, আলেয়া বেগমের একমাত্র ছেলে মাহতাব হোসেন কাজের সুবাদে ঢাকায় থাকেন। দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর তারা তাদের শ্বশুর বাড়িতে থাকেন। যে কারণে আলেয়া বেগম বাসায় একাই থাকতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে খুঁজতে গিয়ে দেখতে পান, ঘরের দরজা খোলা। মেঝেতে বিবস্ত্র অবস্থায় আলেয়া বেগমের মরদেহ পড়ে রয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ওই নারীকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।