মেঘনা নদীতে জেলের জালে উঠে এলো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২০ জুন ২০২৫

ভোলায় মেঘনা নদী থেকে মো. মহিউদ্দিন অরুফে মোসলেউদ্দিন (৫০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২০ জুন) দুপুর ১২টার দিকে মনপুরা উপজেলার আলমপুর রাস্তার মাথার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে একটি ট্রলার নিয়ে মহিউদ্দিন মাঝিসহ আরও ৭ জেলে মেঘনা নদীতে মাছ শিকারে যান। মাছ নিয়ে আজ শুক্রবার সকাল ৯টার দিকে উত্তর সাকুচিয়ার আলমপুর রাস্তার মাথা এলাকায় মেঘনা নদীর তীরে ট্রলারটি নোঙর করে। পরে সব জেলে নাস্তা খেতে ওপরে উঠে গেলেও মহিউদ্দিন উঠেননি। এরপর সঙ্গী জেলে ফিরে এসে মহিউদ্দিনকে ট্রলারে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে দুপুর ১২টার দিকে ওই স্থানে এক জেলের জালে তার মরদেহ উঠে আসে।

সঙ্গী জেলেদের দাবি নিহত মহিউদ্দিন সাতার ভালো জানেন না। ট্রলার থেকে নামার সময় নদীতে পরে মৃত্যু হয়েছে তার।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।