‎পিরোজপুর

দুদিনেও মেরামত হয়নি বেইলি ব্রিজ, পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ‎পিরোজপুর
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২১ জুন ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে ভেঙে পড়া বেইলি ব্রিজটি এখনো মেরামত করা হয়নি। ফলে দুদিন ধরে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সব থেকে বেশি দুশ্চিন্তায় ৬ গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) দুপুর পর্যন্ত ডুবে যাওয়া বেইলি ব্রিজের প্লেটগুলো সরানো হলেও ট্রাকটি উদ্ধার করা যায়নি।

‎এর আগে শুক্রবার (২০ জুন) ভোরে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ী এলাকায় বেইলি ব্রিজ ভেঙে একটি কয়লা বোঝাই ট্রাক খালে পড়ে যায়।

‎এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও নেওয়া হয়নি মেরামতের উদ্যোগ। ফলে এখন চরম দুর্ভোগের শিকার তারা।

‎স্থানীয় বাসিন্দা মো. মিরাজ বলেন, ব্রিজের অপর পাশে চন্ডিপুর ইউনিয়নের ৬টি গ্রামের বাসিন্দাদের প্রয়োজনীয় কাজ করতে এপারে আসতে হয়। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এই এলাকার হাজার হাজার মানুষ এখন ভোগান্তির মধ্যে রয়েছেন। পাশাপাশি ওপারে শিক্ষার্থী আছেন, যাদের ২৬ জুন এইচএসসি পরীক্ষা। তাদের পরীক্ষা দিতে এপারে আসতে হবে। ফলে তারা সব থেকে বেশি দুশ্চিন্তায় আছেন।

‎এইচএসসি পরীক্ষার্থী মো. সাদমান বলেন, ২৬ জুন আমাদের বাংলা পরীক্ষা। ব্রিজটি এর আগে মেরামত করা না হলে অনেক ক্ষতি হয়ে যাবে।

পিরোজপুর সড়ক ও জনপদের বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী টিএম রাজিমুল আলীম রাজু বলেন, আমরা এরই মধ্যে বেইলি ব্রিজটির ভাঙা ও পানিতে ডুবে থাকা প্লেট ও পাত সরানোর কাজ করছি। তবে ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করি এক সপ্তাহের মধ্যে ব্রিজটি মেরামত করা সম্ভব হবে।

মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।