ক্যাম্প থেকে রোহিঙ্গা শিশু অপহরণ, খালে ভেসে এলো মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২২ জুন ২০২৫

কক্সবাজারের টেকনাফ ক্যাম্প থেকে মো. আব্দুল্লাহ (৭) নামে এক রোহিঙ্গা শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করে খালে ভাসিয়ে দিয়েছে অপহরণকারীরা।

নিহত শিশু মো. আব্দুল্লাহ টেকনাফ ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-সি/৫ এর বাসিন্দা মো. হামিদের ছেলে।

রোববার (২২ জুন) সকালে টেকনাফের হ্নীলা নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ার খাল থেকে মো. আব্দুল্লাহর মরদেহ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভিকটিম আব্দুল্লাহর মামা হাবিবুর রহমান।

তিনি বলেন, গত ২০ জুন বিকেলের দিকে ক্যাম্পের নিজ ব্লকে মো. আব্দুল্লাহ খেলা করছিল। সন্ধ্যা হলে সে বাড়ি না ফেরায় তার খোঁজ করেও পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পর তার বাড়িতে অপহরণকারীরা কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে তাকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা।

এক পর্যায়ে আব্দুল্লাহর পরিবার ৪০ হাজার টাকা দেওয়ার জন্য রাজি হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত পাওয়া যায়নি। রোববার সকালের দিকে হ্নীলা নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ার খালে তার মরদেহ পাওয়া যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হ্নীলার নুরালী পাড়া খাল থেকে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।