চাঁদা না পেয়ে বন্দুক উঠিয়ে প্রবাসীকে গুলি করার হুমকি বিএনপি নেতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৩ জুন ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই নেতার নাম শাহজাহান ভূইয়া (৫২)। তিনি সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

এদিন সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

শাহাজাহান ভুঁইয়া ছাড়াও অভিযুক্তরা অন্যরা হলেন- ফারজান করিম ভুঁইয়া ওরফে সাজন (৩৫), আলিফ ভুঁইয়া (৩০) ও আছমা আক্তার (৫২)।

চাদাঁ না পেয়ে বন্দুক উঠিয়ে প্রবাসীকে গুলি করার হুমকি বিএনপি নেতার

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহজাহান ভুঁইয়া ও তার সহযোগীরা তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুরে শাহজাহান ভুঁইয়ার নেতৃত্বে অভিযুক্তরা দলবল নিয়ে তাকে মারধর করে। মারধরের একপর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভুঁইয়া তার হাতে থাকা বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, আমি গাড়িতে আছি, পরে ফোন করুন বিস্তারিত বলবো। পরবর্তীতে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মো. আকাশ/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।