টেকনাফ সীমান্তে মর্টার শেল-হ্যান্ড গ্রেনেডসহ অস্ত্র-গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৩ জুন ২০২৫

কক্সবাজারের টেকনাফের ৬৪ বিজিবি সীমান্ত এলাকা থেকে মর্টার শেল, হ্যান্ড গ্রেনেডসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জুন) দিনগত মধ্যরাতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে, ৩টি ৬০ মিলিমিটার মর্টার শেল, ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ২টি বডিসেট ফিউজ, ৩টি অতিরিক্ত ফিউজ, ১টি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান) ও ১০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার।

বিজিবি জানায়, শনিবার (২১ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন হোয়াইক্যং বিওপির নায়েক মো. নুর হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিওপি থেকে দুই কিলোমিটার দক্ষিণ দিকে সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক দুই কিলোমিটার দক্ষিণ দিকে (জিআর নং-৩১৩৩৬ মানচিত্র ৮৪সি/৪) বাংলাদেশের অভ্যন্তরে হোয়াইক্যং বিলাসীর দ্বীপে জঙ্গলের মধ্যে অভিযান চালানো হয়। অভিযানে জঙ্গল সাদা একটি ব্যাগে মোড়ানো দেশীয় পিস্তল, রাইফেলের গুলি, ৬০ মিলিমিটার মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা রাখা হয়েছে। মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জাহাঙ্গীর আলম/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।