এক আইড় ১৮ হাজারে বিক্রি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৩ জুন ২০২৫

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের এক আইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে ১৮ হাজার ৩৩০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরের দিকে মাছটি তুলাতুলি মৎস্যঘাট থেকে ওই ঘাটের আইড়ৎদার মো. জসিম ব্যাপারী কিনে নেন।

বিজ্ঞাপন

তুলাতুলি ঘাটের মাছ ব্যবসায়ী মো. ইউনুছ জানান, সোমবার সকালের দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে আলাউদ্দিন মাঝির নেতৃত্বে একটি ট্রলারে মাছ শিকার করছিলেন কয়েকজন জেলে। তাদের জালে অন্যান্য মাছের সাথে বিশাল আকৃতির আইড় মাছটি উঠে আসে। পরে দুপুরের দিকে তুলাতুলি ঘাটে আলাউদ্দিন মাঝি মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। এরপর উন্মুক্ত নিলামে কয়েকজন আড়ৎদার ও ব্যাপারী অংশ নেন। এরমধ্যে সর্বোচ্চ ১৮ হাজার ৩৩০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন জসিম ব্যপারী।

এক আইড় ১৮ হাজারে বিক্রি!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আড়তদার মো. জসিম ব্যাপারী জানান, এটি তিনি বরিশালের পাইকারি আড়তে ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বিগত দিনে নিষিদ্ধ জাল ও মাছ শিকারের নিষেধাজ্ঞার অভিযান সফল হয়েছে। যার ফলে জেলেরা সুফল পাচ্ছেন। নদীতে বড় সাইজের আইড় ও ইলিশ মাছ পাচ্ছেন জেলেরা।

জুয়েল সাহা বিকাশ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।