বিমানবাহিনী প্রধান

নতুন বাংলাদেশ গড়তে সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৩ জুন ২০২৫
ফেনীতে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, বিমানবাহিনী তথা সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিমানবাহিনী দেশমাতৃকার মহান সেবায় সর্বদা সচেষ্ট রয়েছে। আকাশপথে সর্বদা নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি দেশে-বিদেশে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সোমবার (২৩ জুন) দুপুরে ফেনীর ছাগলনাইয়ায় হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়ে বিমানবাহিনী কর্তৃক বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসান মাহমুদ খাঁন বলেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় বিমানবাহিনী জরুরি ভিত্তিতে সাড়া দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। বন্যার প্রথমদিনে আমি হেলিকপ্টারযোগে এখানে এলেও কোথাও অবতরণ করার মতো জায়গা খুঁজে পাইনি। সেসময় প্যারাসুটের মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য খাবারের প্যাকেট সরবরাহ করা হয়েছে। তারপর থেকে বন্যার্তদের জন্য নানা কাজ করা হয়েছে। সবশেষ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনের ভিত্তিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করে বিমানবাহিনী।

নতুন বাংলাদেশ গড়তে সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

পুনর্বাসন কার্যক্রমে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে বিমানবাহিনী প্রধান বলেন, পুনর্বাসন কার্যক্রমে শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি ধর্মীয় উপসনালয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানকার যে ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে আসবে, তারা নবনির্মিত শাহীন ভবনের কথা সবসময় মনে রাখবে বলে আশা করছি। তারা আদর্শিক নাগরিক হিসেবে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর দরজা সবসময় খোলা থাকবে। ভবিষ্যতেও তারা আমাদের কাছে এলে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, এখানে আমাদের অনেক কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু আমি সত্যি গর্বিত যে, আপনারা অত্যন্ত সচ্ছল ও স্বাবলম্বী। আমরা আরও কিছু করতে চেয়েও খুঁজে পাইনি করার মতো। এজন্য আমরা এ অঞ্চলের মানুষের জন্য গর্বিত।

বিমানবাহিনী সূত্র জানায়, ফেনীতে গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয়, রাস্তাঘাট, স্থাপনা নির্মাণ ও সংস্কার কার্যক্রম এরইমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। উন্নয়নমূলক কার্যক্রমগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি বাশার ও বিমানবাহিনী ঘাঁটি একে খন্দকার।

এর আগে হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল শাহীন ভবন ও ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান। পরে হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদরাসার উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি।

এসময় সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) রুসাদ দীন আছাদ, বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।