চুরি-হারিয়ে যাওয়া ২৬ ফোন উদ্ধার করে দিলো পুলিশ

পিরোজপুরে বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ২৬টি মোবাইলফোন ও তিনটি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
সোমবার (২৩ জুন) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে উদ্ধার মোবাইল ও হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি উদ্ধার করে মালিকদের মাঝে হস্তান্তর করা হয়।
এগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি বলেন, জেলার সাত উপজেলা থেকে ২৬টি মোবাইলফোন, তিনটি ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, জেলা পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত আছে। মাদক ও অন্যান্য বিষয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও অপরাধজনিত যে কোনো বিষয়ে পুলিশ তৎপর থাকবে।
চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছেন আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘আমি ভান্ডারিয়া উপজেলা বাজারের একজন ব্যবসায়ী। কয়েক মাস আগে আমার মোবাইলফোনটি চুরি হয়ে যায়। পরে ভান্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। রোববার (২২ জুন) পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ফোন করে বলা হয়, আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে আপনি এসে নিয়ে যাবেন।’
ইন্দুরকানি উপজেলার স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিরীন বলেন, ‘আমার বাসা থেকে ফোনটি চুরি হয়ে যায়, এরপর থানায় জিডি করি। আজ জেলা পুলিশের মাধ্যমে ফোনটি ফিরে পেয়ে আমি অনেক আনন্দিত।’
মো. তরিকুল ইসলাম/এসআর/এমএস