কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৩ জুন ২০২৫

শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবুল মিয়া (৫২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়।

বাবুল মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের সুরুজ আলীর ছেলে। ধর্ষণের স্বীকার ওই ছাত্রী (১২) উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও অভিযুক্তের প্রতিবেশী।

বিজ্ঞাপন

এর আগে ১৭ জুন ধর্ষণের ঘটনা ঘটে। রোববার (২২ জুন) রাত ৯টার দিকে অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে রাতেই বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্কুলছাত্রীকে জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মায়ের করা মামলায় অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ২৫০ শয্যা শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উমর ফারুক সেলিম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।