ভারতে পাচারের সময় সোনার বারসহ একজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৫ জুন ২০২৫

ভারতে পাচারকালে যশোরে পাঁচটি সোনার বারসহ একজনকে আটক করেছেন ৪৯ বিজিবির সদস্যরা। আটক জয়নাল মোল্লা ঢাকার মিরপুর এলাকার আজগর মোল্লার ছেলে।

বুধবার (২৫ জুন) ভোরে যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে সোনার চালানসহ তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে জয়নাল মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার জুতার সোলের ভেতরে রাখা ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৮৬ লাখ ৭৭ হাজা টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল বিজিবিকে জানান, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো নিয়ে সাতক্ষীরা সীমান্তে পৌঁছে দেওয়ার কথা ছিল।

আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে জব্দ মালামাল ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।