প্রতিটি প্রতিষ্ঠানে ডোপ টেস্ট করা হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৬ জুন ২০২৫

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ বলেছেন, মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে আমরা সিদ্ধান্ত নিলাম, সাতক্ষীরার প্রতিটি প্রতিষ্ঠানের ডোপ টেস্ট করা হবে। তাহলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।

প্রতিটি প্রতিষ্ঠানে ডোপ টেস্ট করা হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো আ. সালাম।

শিশু একাডেমি সাতক্ষীরার শিশু বিষযক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, এডিএম রিপন বিশ্বাস, অধ্যাপক মোজাম্মেল হক, সাংবাদিক শাহ জাহান আলী মিটন, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন ইমু প্রমুখ।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।