বেবিচক চেয়ারম্যান

আগামী মাসেই আন্তর্জাতিক রূপে চলবে কক্সবাজার বিমানবন্দর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৬ জুন ২০২৫
কক্সবাজারে এক কর্মশালায় অংশ নেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, জুলাই মাসেই কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক রূপে পরিচালনা করা হবে। এটা জাতি এবং যারা এ কাজ করেছেন, তাদের সবার জন্য সম্মানের।

তিনি আরও বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিকমানের পর্যটন হাব। এটা যদি আমরা উন্নয়ন করতে পারি, তাহলে বিদেশি পর্যটক আসবে। এখানকার অর্থনীতি অনেক শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী ‌‘তথ্য অধিকার’ শীর্ষক কর্মশালা শেষে বেবিচক চেয়ারম্যান এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, চট্টগ্রামে কার্গো হাব তৈরি করতে দ্রুততার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন স্বল্প পরিসরে কার্গো অপারেশন হচ্ছে। তবে খুব শিগগির বৃহৎ পরিসরে কার্গো অপারেশন চালু করা হবে।

দিনব্যাপী কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রশিক্ষণে তথ্য অধিকার আইনের বিধি-বিধান নিয়ে বিশদ আলোচনা করা হয়। পরে বেবিচক চেয়ারম্যান কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।