বেনাপোল সীমান্তে পাঁচ দিনে এক কোটি ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৮ জুন ২০২৫

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে পাঁচদিনে অভিযান চালিয়ে সোনা ও মাদকসহ এক কোটি ৩০ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। এসময় চোরাকারবারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

শুক্রবার (২৭ জুন) যশোর বিজিবিরি এক প্রেস নোট থেকে এসব তথ্য জানা যায়।

আটকরা হলেন- ঢাকার মিরপুরের কোর্টবাড়ি এলাকার আজহার মোল্লার ছেলে ময়নাল মোল্লা (৩৫) ও খুলনা জেলার কয়রা থানার ইসলামপুর গ্রামের রুস্তম মাতবরের স্ত্রী রুবিনা খাতুন (৪০)।

বিজিবি জানায়, সোমবার (২৩ জুন) থেকে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা পর্যন্ত ব্যাটালিয়ন সদর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, ঘিবা, মাসিলা, আমড়াখালি চেকপোস্ট ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। অভিযানে সোনা, ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, শাড়ি, থ্রি-পিস, কম্বল, ওষুধ, কাজু বাদাম, চাদর, চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য এক কোটি ৩০ লাখ ২ হাজার ৩৪০ টাকা।

বেনাপোল সীমান্তে পাঁচ দিনে এক কোটি ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

এর মধ্যে সোমবার ৭ লাখ ৫১ হাজার টাকার, মঙ্গলবার ১৪ লাখ ৬৮ হাজার টাকার, বুধবার ৯৪ লাখ ৬০ হাজার ৮০০ টাকার মালামালসহ এক সোনার চোরাকারবারিকে আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার ১৪ লাখ ৫৩ হাজার ৫৪০ টাকার মালামালসহ এক মহিলা চোরাকারবারিকে আটক করা হয় এবং শুক্রবার ১১ লাখ ৬৯ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচারচক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা ছিল। সে অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. জামাল হোসেন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।