৮ দিন পর ইউপি কার্যালয়ের তালা খুলে দিলেন বিএনপি নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০২ জুলাই ২০২৫

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে টানা ৮ দিন তালা দিয়ে রাখার পর চেয়ারম্যানের কক্ষের তালা খুলে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ জুন) সকালে ইউপি সচিব পরিষদে গেলে তালা খোলা দেখতে পান। তালা খোলা থাকলেও পরিষদ চত্বরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। তবে তালা খুলে দেওয়ার ঘটনাকে ফাঁদ হতে পারে এমন শঙ্কা করছে পরিষদ কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্থানীয় বিএনপির নেতৃত্বে এলাকাবাসী গত ২২ জুন মহাসড়ক অবরোধ করে। এরপরেই বিক্ষুব্ধরা পরিষদে তালা ঝুলিয়ে দেন। এতে বেশ কয়েকদিন পরিষদের কার্যক্রম বন্ধ থাকে।

এদিকে বিভাগীয় কমিশনার ও ডিআইজির কাছে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার কাছে চাঁদা দাবি করেছেন। চাঁদা না দেওয়ায় চেয়ারম্যানের অপসারণের দাবি তুলে কার্যালয় তালাবদ্ধ করে রাখা হয়েছিল।

মঙ্গলবার সকালে তালা খুললেও কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। তবে পরিষদ চত্বরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

ইউপি সচিব জিবন রায় বলেন, সকালে পরিষদে গিয়ে শুধু চেয়ারম্যানের কক্ষের তালা খোলা দেখতে পাই। শুধু স্বাক্ষরের কাজ করতে পেরেছি।

ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ইউএনওর পরিদর্শনে আসার কথা ছিল। এজন্য শুধু চেয়ারম্যানের কক্ষের তালা খুলে রাখা হয়েছে। অপরদিকে পরিষদ চত্বরে নেতাকর্মীদের উপস্থিতি দেখে মনে হচ্ছে কোনো ফাঁদ পেতেছে।

ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল দাবি করেন, তালা খুলে একটি নাটক সাজানো হয়েছে। যাতে আমি পরিষদে গেলেই বিশৃঙ্খলা ঘটাতে পারে।

মো. আতিকুর রহমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।