খায়রুল কবির খোকন

নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় আসবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৩ জুলাই ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা একটি মুক্ত পরিবেশ অর্জন করেছি, তবে এটি চূড়ান্ত বিজয় নয়। সেই চূড়ান্ত বিজয় তখনই অর্জিত হবে যখন জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।’

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদীর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। তাই আমাদের লক্ষ্য আগামী দিনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার প্রতিষ্ঠা করা।’

ড্যাবের নরসিংদীর সভাপতি ডা. এমএসএস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, একেএম গোলাম কবির কামাল (সাবেক জিএস), ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, মাজহারুল হক টিটু, দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সজ্ঞিত সাহা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।