ছাত্রলীগ নেতা ছেলের হাতে হাতকড়া দেখে বাবার ‘মৃত্যু’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৩ জুলাই ২০২৫

ফেনীতে ছেলের হাতে হাতকড়া লাগানো দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বাবার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আলী আকবর। তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার ছেলে আলী হোসেন ফাহাদ শর্শদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী হোসেন ফাহাদকে (২০) শর্শদী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। খবর পেয়ে বাবা আলী আকবর ফেনী মডেল থানায় ছেলেকে দেখতে যান। ছেলের হাতে হাতকড়া দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা থানার পাশেই ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলী আকবরের ভাগিনা মো. আলা উদ্দিন বলেন, ‘ছেলেকে গ্রেফতারের খবর শুনে মামা দ্রুত ফেনী মডেল থানায় আসেন। সেখানে ছেলেকে হাতকড়া অবস্থায় দেখে তিনি ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হার্ট ফাউন্ডেশনের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, আলী আকবর সদর উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন। কোনো মামলা ছাড়া ছেলেকে গ্রেফতার করায় তিনি মেনে নিতে পারেননি।

ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. শাহনেওয়াজ মামুন বলেন, রাতে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

পরিবারের দাবি, ফাহাদের নামে কোনো মামলা নেই। তবুও তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ফেনী মডেল থানার পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার বাবার মৃত্যু হওয়ায় পরবর্তী সময়ে হাজির হওয়ার শর্তে আত্মীয়-স্বজনদের জিম্মায় জামিন দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।