ভোলায় পাচারের সময় ৩৭ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৬ জুলাই ২০২৫

ভোলায় পাচারের সময় একটি কাভার্ড ভ্যান ভর্তি ৩৭ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করেছে র‌্যাব। এসময় মো. ইব্রাহীম (৩৫) নামে কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে কার্নিভাল ক্রুজ থেকে তেলের ব্যারেল ভর্তি কাভার্ড ভ্যান জব্দ করে র‌্যাব-৮।

আটক মো. ইব্রাহীম ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নাছিরের ছেলে। জব্দকৃত তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছেন র‌্যাব।

র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লে. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে অভিযান চালানো হয়। এসময় ইলিশা ঘাট থেকে ঢাকাগামী কার্নিভাল ক্রুজ থেকে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৩৭ ব্যারেল চোরাই সয়াবিন তেলসহ চালককে আটক করা হয়। জব্দকৃত ৩৭ ব্যারেলে প্রায় ৬ হাজার ৮৪৫ লিটার তেল রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত চোরাই সয়াবিন তেল ভোলার দৌলতখান উপজেলা থেকে ঢাকায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া যচ্ছিলো। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাভার্ড ভ্যান, সয়াবিন তেল ও আটক চালককে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হবে।

জুয়েল সাহা বিকাশ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।