অস্তিত্বহীন দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: ফারুক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:০৮ এএম, ০৭ জুলাই ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অস্তিত্বহীন দলগুলোই নিজেদের সুবিধার জন্য এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বিএনপি তাদের সুবিধা দিতে রক্ত ঝরিয়ে ফ্যাসিস্টকে বিদায় করেনি। আমরা রক্ত দিয়েছি গণতন্ত্রের জন্য, আমরা রক্ত দিয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য।

রোববার (৬ জুলাই) নোয়াখালীর সেনবাগ থানার মোড়ে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আর টালবাহানা নয়, অনুগ্রহ করে একটা নির্বাচনের তারিখ ও রোড়ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, দয়া করে বাংলাদেশের মানুষকে বাঁচান। আমাদের কর্মীদের যেন রাজপথে নামতে না হয়, সেই ব্যবস্থা করুন।

তিনি বলেন, আমি হারুন ও বিপ্লবের (পুলিশের দুই কর্মকর্তা) বিরুদ্ধে মামলা করেছি। আমি সরকারপ্রধানের প্রতি এই সমাবেশ থেকে দাবি করবো, তারা কোথায় আছে খুঁজে বের করেন। আওয়ামী লীগের প্রেতাত্মারাও যদি তাদের লুকিয়ে রাখে, তাদেরও গ্রেফতার করুন।

২০১১ সালের ০৬ জুলাই জাতীয় সংসদ ভবন এলাকায় দলীয় কর্মসূচি পালনকালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর শারীরিক নির্যাতন করেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ ও সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। সমাবেশে তাদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এসময় অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়াসহ অনেকেই বক্তব্য রাখেন।

ইকবাল হোসেন মজনু/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।