গাজীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী পোশাক শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৮ জুলাই ২০২৫

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় শিল্পী (৩২) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম এলাকার আব্দুল জলিলের মেয়ে। তিনি স্বামী আবদুল কাদিরের সঙ্গে এমসি বাজার মতিনের বাড়িতে থেকে স্থানীয় ডেকো কারখানার সুইং সেকশনে কাজ করতেন।

স্থানীয়রা জানান, শিল্পী ভোরে বাসা থেকে বের হয়ে মহাসড়কের পাশে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি বেপরোয়া পিকআপ ভ্যান পেছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর চালক ও সহকারী পিকআপটি ফেলে রেখে পালিয়ে যান।

নিহতের স্বামী আবদুল কাদির বলেন, কারখানা থেকে তাকে সকাল সাড়ে ৫টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছিল। তাই সে ভোর পৌনে ৫টার দিকে রওনা হয়। কিছুক্ষণ পর খবর পাই, শিল্পী সড়কে দুর্ঘটনায় মারা গেছে। দৌড়ে গিয়ে দেখি, সে পিকআপের নিচে পড়ে আছে, মাথায় গুরুতর আঘাত লেগেছে।

ডেকো কারখানার অ্যাডমিন অফিসার ফরিদ বলেন, আজ আমাদের কয়েকটি সেকশন আগে চালু হওয়ার কথা ছিল। নিহত শিল্পী সুইং সেকশনের কর্মী ছিলেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।