মানিকগঞ্জে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০৯ জুলাই ২০২৫
প্রতীকী ছবি

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে ডোবার পানিতে ডুবে রাফসান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার উত্তর পুটাইল এলাকার এক ডোবার পানিতে পড়ে মারা যায় শিশুটি।

নিহত রাফসান উত্তর পুটাইল গ্রামের প্রবাসী মো. সুমন মিয়ার সন্তান। সুমন প্রায় আট মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে পরিবারের সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল। এসময় সবার অজান্তে শিশু রাফসান ঘর থেকে বাইরে চলে যায়। বৃষ্টির সময় ঘরের বাইরে বের হয়ে গেলে তা কারও চোখে পড়েনি। বৃষ্টির পরপরই পরিবারের সদস্যরা রাফসানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর বিকেল চারটার দিকে বাড়ির দক্ষিণ পাশে একটি ডোবার পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

রাফসানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মো. সজল আলী/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।