৪ জন পরীক্ষা দিয়ে পাস করলো না কেউই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১১ জুলাই ২০২৫

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এবার কেউ পাস করেনি। ওই মাদরাসা থেকে চারজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তবে চারজনই ফেল করেছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের দাখিল পরীক্ষায় জেলার ১০৫টি মাদরাসার মোট তিন হাজার ৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক হাজার ৫১৩ জন।

কাংশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহমত আলী বলেন, ‌‘আমার বাড়ির পাশেই মাদরাসাটি। এখানে তেমন পড়াশোনা হয় না। কিছুদিন আগে জানতে পেরেছি, এখানে নতুন ভবন হবে। ভবন হয়ে লাভ কী যদি পড়াশোনাই না হয়।’

তাওয়াকুচা টিলাপাড়া মাদরাসার সুপার মো. মোতালেব জানান, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তার কিছুই জানা নেই।

এসময় পড়াশোনার মান নিয়ে প্রশ্ন করলে তিনি কল কেটে দেন এবং ফোন বন্ধ রাখেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, এমপিওভুক্ত না হওয়ায় ওই প্রতিষ্ঠানে তেমন ক্লাস হয় না। এখন থেকে ওই মাদরাসার বিষয়টি আমি নিয়মিত মনিটরিং করবো।

উমর ফারুক সেলিম/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।