ময়নাতদন্ত প্রতিবেদন

আত্মহত্যা নয়, ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১২ জুলাই ২০২৫

কুমিল্লার চান্দিনায় ব্যবসায়ী শব্দর আলীর (৪৫) মৃত্যু আত্মহত্যায় হয়নি। জমি সংক্রান্ত বিরোধে তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর তিন মাস পর ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রিনা বেগম। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মো. ইউনুছ মিয়া (৫২), মো. আবুল হাশেম (৪২) ও মো. কুদ্দুস মিয়া (৫৫)।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, পাশের বাড়ির ইউনুছ ও তার ভাইয়েরা জমি বন্ধক দিয়ে এক বছর মেয়াদে আমার স্বামীর কাছ থেকে ৩ লাখ টাকা নেয়। মেয়াদ শেষে তারা আমাদের জমি থেকে সরিয়ে দিলেও টাকা ফেরত দেয়নি। এ ঘটনায় একাধিকার ঝগড়া হয়েছে। চলতি বছরের ১৫ এপ্রিল ভোরে আমার স্বামী মসজিদে ফজরের নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে তিনি বাড়ি না আসায় খোঁজাখুঁজি করি।

সকালে ইউনুছ মিয়া জানায় আমার স্বামী বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। গিয়ে দেখি স্বামীর অর্ধেকেরও বেশি শরীর মাটিতে লুটে পড়ে আছে আর মাথার অংশ গাছে বাঁধা। সে সময় আমরা মানসিকভাবে চরম বিপর্যস্ত থাকায় থানায় আত্মহত্যার অভিযোগ করি। কিন্তু আমাদের ধারণা ছিল আমার স্বামীকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

তিন মাস পর ময়না তদন্তের প্রতিবেদনে উঠে আসে আমার স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ওই রিপোর্ট হাতে পেয়ে আমি বৃহস্পতিবার রাতে ইউনুছ মিয়া তার স্ত্রী ও তিন ভাইকে আসামি করে মামলা করেছি।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে শব্দর আলী আত্মহত্যা করেনি। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।