৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৩ জুলাই ২০২৫

৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় শাহ মেডিকেল হল নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৩ জুলাই) সকালে নগরীর রাজগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সূত্র জানায়, শাহ মেডিকেল হল নির্ধারিত খুচরা মূল্য (MRP) উপেক্ষা করে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। এমন কাজ ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল। খবর পেয়ে কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানে যান। এসময় অতিরিক্ত মূল্য রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে কুমিল্লানগরীসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকবে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।