৩৯ কেজি গাঁজাসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৩ জুলাই ২০২৫
বহিষ্কৃত জাফর আহমেদ

কুমিল্লার চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক হওয়ার পর স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান সই করা এক বিজ্ঞতিতে এতথ্য জানানো হয়।

বহিষ্কৃত জাফর আহমেদ উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার (৯ জুলাই) চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে র‌্যাবের অভিযানে ৩৯ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবকদল নেতা জাফর আহমেদকে আটক করে র‌্যাব। এসময় তার তিন সহযোগীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।