মিছিল শেষে লুটিয়ে পড়ে মারা গেলেন বিএনপি নেত্রী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী(পাবনা)
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৪ জুলাই ২০২৫

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী ছিলেন।

জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর কারামুক্ত হয়ে হাজারও নেতাকর্মী নিয়ে এলাকায় ফেরেন দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে বরণ করেতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলাদলের কর্মীসহ কয়েকশ নারী। এক পর্যায়ে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার সঙ্গে থাকা উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা. মাফরুহা আক্তার বলেন, তার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে নারী কর্মীরা। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ সে মাটিতে পড়ে গেলে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান কারামুক্ত শরিফুল ইসলাম তুহিন এ ঘটনায় শোক প্রকাশ করেন।

শেখ মহসীন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।