তুলায় মুড়িয়ে পাচার করছিলেন ২০০ সোনার আংটি, নারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৫ জুলাই ২০২৫
তুলায় মুড়িয়ে পাচার করা হচ্ছিল ২০০টি সোনার আংটি

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানায় ২০০টি সোনার আংটিসহ চোরাকারবারি সন্দেহে এক নারীকে আটক করেছে নৌপুলিশ।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার আমিনপুর থানার কাজিরহাট লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কাজিরহাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।

আটক নারীর নাম করুনা খাতুন (২৫)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসহাক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, করুনা খাতুন মাঝেমধ্যেই কাজিরহাট লঞ্চঘাট হয়ে চলাচল করেন। শুরু থেকেই তার আচরণ সন্দেহজনক। সোমবার সন্ধ্যায় তার যাত্রাপথের আচরণ আরও বেশি সন্দেহজনক মনে হওয়ায় ঘাটে থাকা নৌপুলিশকে বিষয়টি জানান স্থানীয়রা। পরে তার ব্যাগে তুলায় মোড়ানো ৪৮ ভরি ওজনের ২০০টি সোনার আংটি পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ৫৭ লাখ ৮০ হাজার টাকা। পরে এর পক্ষে বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় চোরাকারবারি সন্দেহে তাকে আটক করা হয়।

কাজিরহাট নৌপুলিশ ফাঁড়ির ওসি অরবিন্দ সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকারোক্তি দিয়েছেন। তিনি চোরাচালান সম্পর্কিত বেশকিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হোসাইন নাবিল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।