পটুয়াখালী

ইউএনও’র বদলির খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৬ জুলাই ২০২৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের বদলির খবরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে শহরের জিরো পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকত এলাকায় এসে শেষ হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আনন্দ মিছিলে অংশ নেওয়া মো. মন্নান নামের একজন বলেন, ‘ইউএনও রবিউল সাধারণ মানুষের জন্য কাজ করতে আসেনি। তিনি সাধারণ মানুষকে কষ্ট দিয়েছেন এতদিন। মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া, অন্যায় অত্যাচার করেছেন। তার এ বদলির খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বিরাজ করছে। মানুষ মিষ্টি বিতরণ করছে, আনন্দ উল্লাস করছে।’

ইউএনও’র বদলির খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

রুমি শরিফ নামে এক ব্যবসায়ী জানান, ‘ইউএনও নিজের স্বার্থে স্থানীয় ব্যবসায়ীদের নির্যাতন করতেন, চাঁদা নিতেন। এমনকি মসজিদের জমি পর্যন্ত দখল করেছেন। তার বদলির খবরে সাধারণ মানুষের মধ্যে উল্লাস তৈরি হয়েছে।’

ইউএনও’র বদলির খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

হারুন মৃধা বলেন, ‘রবিউল ইসলাম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি সৌন্দর্য বর্ধনের নামে কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ীদের বার বার উচ্ছেদ করেছেন। এতে তারা নিঃস্ব হয়ে গেছেন। পরিবার পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করেছেন তারা। তার বদলির খবরে আমরা খুশি হয়েছি। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি।’

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে বদলি করে ভূমি মন্ত্রণালয়ের ভূমি আপিল বোর্ডের শাখা প্রধান হিসাবে দায়িত্বে দেওয়া হয়। এর আগে ২০ মার্চ ২০২৪ থেকে তিনি এ উপজেলা দায়িত্ব পালন করে আসছিলেন।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।