নীলফামারী জেলা বিএনপির কমিটি বাতিল, আহ্বায়ক কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৭ জুলাই ২০২৫
আহ্বায়ক কমিটির পাঁচ সদস্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার বিদ্যমান পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় প্যাডে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আ.খ.ম আলমগীর সরকার ও জহুরুল আলমের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার বর্তমান পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হলো। একইসঙ্গে মীর সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলকে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সোহেইল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু এবং রেজাউল ইসলাম কালুকে।

২০২০ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আ.খ.ম আলমগীর সরকার সভাপতি ও জহুরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আমিরুল হক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।