শেরপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৪ জুলাই ২০২৫

শেরপুরের নকলায় বজ্রপাতে মো. সুজন মিয়া (২০) নামে এক শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। সুজন মিয়া ওই এলাকার ফয়জল মিয়ার ছেলে।

মৃতের স্বজনরা জানায়, সকালে সুজন মিয়া পলাশকান্দি কাজী বাড়ির পিছনে নিজেদের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যান। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জমিতে চাষ দেওয়া অবস্থায় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

স্থানীয় শামীম মিয়া জানান, ‘সুজন মিয়া নকলা বাজারের হামিদ ফার্নিচারে চাকরি করতেন। তবে বোরো ও আমন মৌসুমে নিজেদের জমিতে নিজেরা চাষাবাদ করতেন। সুজন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন।’

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম জানান, ‘খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে গিয়েছি। আর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাপ্যতার ভিত্তিতে সহায়তার ব্যবস্থা করা হয়েছে।’

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।