নদী থেকে হাত-পা বাধা নারীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে হাত-পা বাধা অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সোনারগাঁ সরকারি কলেজ সংলগ্ন মারীখালি নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির একটি টিম মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, মৃত নারীর পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩৬ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো.আকাশ/জেডএইচ/জেআইএম