নুরুল হক নুর

সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৫ জুলাই ২০২৫

সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, সরকারের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদ জানাচ্ছি, ড. ইউনুসের সরকারের প্রতি এমনটা প্রত্যাশা করি না। গত পরশুদিন সরকার দেশের প্রধান চারটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেছেন। অথচ একটি দলের যেখানে নিবন্ধনই নেই, সদ্য জন্ম লাভ করা। সরকারের পৃষ্টপোষকতা থেকে সরকারি সহযোগিতা নিয়ে এ দেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার হাওয়ায় মিশে গেছে।

সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে

তিনি আরও বলেন, বর্তমান সরকার সদ্য জন্ম নেওয়া একটি দলকে অর্থাৎ এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণঅধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল ও নাগরিকদের মতামত। এর মধ্যদিয়ে সরকার তার পক্ষপাতদুষ্ট আচরণ জনগণের সামনে পরিষ্কার করছে। আমরা বারবার সরকারকে সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ফ্যাসিবাদীদের দোসররা তত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধে দাবি মানুষের।

গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক এ সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কুমিল্লা জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।